বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বনগাঁর পর শুটআউট বসিরহাটে, যুবক খুন, এলাকায় উত্তেজনা

Riya Patra | ১২ নভেম্বর ২০২৪ ১০ : ২২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: বনগাঁর পর শুটআউট‌‌ বসিরহাটে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে গুলি করে ও কুপিয়ে খুন করা হল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের সীমান্ত লাগোয়া নাকুয়াদহ গ্রামে। ঘটনার পর আততায়ীরা গা ঢাকা দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আনন্দ সরকার (৪০)। তবে কী কারণে ওই যুবককে খুন করা হল, তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত আনন্দের বাড়ি বসিরহাটের নাকুয়াদহ গ্রামে। অতীতে তিনি ঘোজাডাঙা সীমান্তে আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে পরবর্তীতে তিনি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গেও জড়িয়ে পড়েন। কয়েক বছর আগে চোরাচালানের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। কয়েক মাস জেল খাটার পরে ফের তিনি জামিনে মুক্ত হন। তারপর তিনি আবার ঘোজাডাঙা সীমান্তে আমদানি-রফতানির ব্যবসা শুরু করেন। 

সোমবার রাতে একদল আততায়ী আনন্দকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করার পর নৃশংসভাবে কুপিয়ে খুন করে। পরিবারের লোকেরা জানিয়েছেন, রাত সাড়ে দশটা নাগাদ কয়েকজন যুবক তাঁকে ডাকতে বাড়িতে আসে। তিনি তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে চলে যান। তারপর মাঠের কাছে নিয়ে গিয়ে প্রথমে তাঁকে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা চম্পট দেয়। 

গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে এসে দেখেন, মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় আনন্দ পড়ে আছেন। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ওই ব‍্যক্তিকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার মৃত ব‍্যক্তির ময়নাতদন্ত হবে। তারপর তাঁর দেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে।

অন‍্যদিকে,ঘটনার তদন্তে নেমে রাতেই পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। খুনের সূত্র পেতে নিহত ব‍্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গেও তদন্তকারীরা কথা বলেছেন। দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে কোনওভাবেই বাংলাদেশে পালিয়ে যেতে না পারে, পুলিশ সেদিকে নজর রেখেছে।


Shootourbasirhatshootoutyouth killeddeath

নানান খবর

নানান খবর

জঙ্গিপুরে অশান্তির জের, একসঙ্গে বদল হল সুতি এবং সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পদে

গাভীর রাতে ঘুমের ঘোরে হাতির হানা, প্রাণ বাঁচাতে শিশুদের কোলে নিয়ে ছুটল পরিবার

সহপাঠীর টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির, নজর কাড়ল নদিয়ার তিন স্কুল ছাত্র

দুগ্ধ উৎপাদন করে রোজগার, বিকল্প কর্মসংস্থানের পথে সুন্দরবনের 'বনফুল'

বাংলা এখন শিল্পের গন্তব্য, একগুচ্ছ প্রকল্পের তালিকা দিলেন মমতা

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

সোশ্যাল মিডিয়া